বান্দরবানে কুপিয়ে জখম করার ৬ দিন পর কিশোরের মৃত্যু

বান্দরবানে কুপিয়ে জখম করার ৬ দিন পর কিশোরের মৃত্যু

প্রতীকী ছবি

বান্দরবানে পেয়ারা খাওয়ানোর কথা বলে পাহাড়ে নিয়ে কুপিয়ে জখম করার ৬ দিন পর রাকিবুল ইসলাম (১৪) নামে এক কিশোরের মৃত্যু ঘটেছে। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। 

স্থানীয়রা জানান, গত ১৪ জুন দুপুরে জুমার নামাজের পর রাকিবুলকে পেয়ারা খাওয়ানোর কথা বলে পার্শ্ববর্তী পাহাড়ে নিয়ে যায় তার বন্ধু মো. রিমন (১৯)। সুযোগ পেয়ে রাকিবুলের কান ও গলায় দা দিয়ে কুপিয়ে জখম করে রিমন। রক্তাক্ত অবস্থায় রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে স্থানীয়রা রাকিবুলকে উদ্ধার করে প্রথমে চট্টগ্রামের কেরানিহাট হাসপাতালে নিয়ে যায়। 

বান্দরবান সদর থানার ওসি মো. আবদুল জলিল এ ঘটনার তথ্য নিশ্চিত করে জানান, রাকিবুলের অবস্থা গুরুতর হওয়ায় পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তাকে আইসিইউতে রাখা হয়। ৬ দিন পর বৃহস্পতিবার সকালে তার মৃত্যু ঘটে।

তিনি জানান, রাকিবুলের পরিবারের পক্ষ থেকে ঘাতক বন্ধু মো. রিমনসহ ৪ জনকে আসামী করে বান্দরবান সদর থানায় মামলা করা হয়েছে। তারা সবাই বান্দরবান সদর উপজেলার উত্তর গোলিয়াখোলা এলাকার বাসিন্দা।