হবিগঞ্জে হাওরে নৌকায় বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

হবিগঞ্জে হাওরে নৌকায় বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

প্রতীকী ছবি

হবিগঞ্জে হাওরে নৌকায় বিদ্যুতায়িত হয়ে উত্তম কুমার (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে আজমিরীগঞ্জ-বানিয়াচং হাওরের জিলুয়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত উত্তম কুমার বানিয়াচং উপজেলার আরিয়ামুগুর গ্রামের জিসু কুমারের পুত্র। 

স্বজনরা জানান, উত্তম কুমার আজমিরীগঞ্জ থেকে নৌকাযোগে বানিয়াচংয়ের উদ্দেশ্যে রওয়ানা হন। পথিমধ্যে হাওরে ঝুলে থাকা বিদ্যুতের তারের সাথে জড়িয়ে পড়লে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মোল্লা আবিদুর রেজা তাকে মৃত ঘোষণা করেন। এ সময় কান্নায় ভেঙে পড়েন উত্তম কুমারের স্বজনরা। 

এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) অজয় চন্দ্র দেব জানান, উত্তম কুমার নামে এক যুবক বিদ্যুতায়িত হয়ে মারা গেছে মর্মে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল থেকে একটি নোটিশ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।