তুরস্কে দাবানলে পাঁচজন নিহত

তুরস্কে দাবানলে পাঁচজন নিহত

ছবিঃ সংগৃহীত।

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে বেশ কয়েকটি গ্রামে ছড়িয়ে পড়া দাবানলে অন্তত পাঁচজন নিহত ও কয়েক ডজন আহত হয়েছেন।দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফাহরেতিন কোকা শুক্রবার দিয়ারবাকির ও মারদিন শহরের মধ্যবর্তী এলাকায় রাতভর ছড়িয়ে পড়া দাবানলে এ হতাহতের খবর দিয়েছেন।

তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী বলেন, ৪৪ জন আহত হয়েছেন, তাদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর। ফসলের খড় পোড়ার মধ্য দিয়ে আগুনের সূত্রপাত হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ছবিতে দেখা গেছে, বিশাল আগুনের লেলিহান শিখা রাতের আকাশকে আলোকিত করছে এবং বাতাসে বিশাল ধোঁয়া উড়ছে।

চারটি জরুরি পরিষেবা দল ও ৩৫টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠানো হয়েছে। দিয়ারবাকিরের গভর্নর আলী ইহসান সু জানিয়েছেন, দমকল কর্মীরা শুক্রবারের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন।