যশোরের ভৈরব নদ অবৈধ দখলকারীদের উচ্ছেদের দাবিতে নওয়াপাড়ায় মানববন্ধন

যশোরের ভৈরব নদ অবৈধ দখলকারীদের উচ্ছেদের দাবিতে নওয়াপাড়ায় মানববন্ধন

ছবি : সংবাদাতা

যশোরের অভয়নগরের ওপর দিয়ে প্রবাহিত ভৈরব নদের অবৈধ দখলকারীদের উচ্ছেদ, নদ খনন ও রাজঘাট বাজার হতে চেঙ্গুটিয়া পর্যন্ত নদীর দুই তীরে গাইড ওয়াল নির্মাণের দাবিতে মানববনন্ধন করা হয়েছে নওয়াপাড়ায়।

আজ দুপুরে নূরবাগ এলাকায় যশোর-খুলনা মহাসড়কের পাশে এ কর্মসূচির আয়োজন করে অভয়নগর-নওয়াপাড়া পৌরহ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন। ঘন্ট্যাব্যাপি মানববন্ধনে ইউনিয়নের কয়েক হাজার শ্রমিকসহ সাধারণ মানুষ অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন ইউনিয়নের সভাপতি ফাল্গুন মন্ডল, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম সরদার, যশোর ট্রাক ও ট্রাকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রবীন অধিকারী ব্যাচা সহ শ্রমিক নের্তৃবৃন্দ।

বক্তারা বলেন, একশ্রেণির প্রভাবশালী ব্যবসায়ী ভৈরব নদের বিভিন্ন অংশ দখল করে ঘাট ও জেটি নির্মাণ করছে। তৈরী করছে অবৈধ গোডাউন ও অন্যান্য পাকা স্থাপনা। এতে নদ সংকীর্ণ হচ্ছে। বাধাগ্রস্থ হচ্ছে নদের জোয়ারভাটা। এভাবে চলতে থাকলে ভৈরব নদ অস্তিত্ব সংকটে পড়বে। তাই নদ ও শ্রমিক বাঁচাতে অবিলম্বে অবৈধ দখলকারীদের উচ্ছেদের দাবি জানান নেতৃবৃন্দ। অন্যথায় কঠোর আন্দোলনের হুমকি দেন তারা।