টাইগারদের হালকাভাবে নিচ্ছে না ভারত

টাইগারদের হালকাভাবে নিচ্ছে না ভারত

ফাইল ছবি

টি-টোয়েন্টি বিশ্বকাপে টিকে থাকতে সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ (২২ জুন) ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত সাড়ে ৮টায়।সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে বাংলাদেশ। তাই ব্যাকফুটে থাকা বাংলাদেশের এই ম্যাচ বাঁচা-মরার লড়াই।

এদিকে দারুণ ছন্দে থাকা টিম ইন্ডিয়া সুপার এইটের গ্রুপ ওয়ানে নিজেদের প্রথম ম্যাচে আফগানদের হারিয়ে অবস্থান করছে তালিকার দুইয়ে। বাংলাদেশের বিপক্ষে জয় পেলে সেমিফাইনালের দৌড়ে অনেকটাই এগিয়ে থাকবে রোহিত শর্মার দল। তবে দলকে হালকাভাবে নিচ্ছে না ভারত। এমনটাই জানালেন, টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ বিক্রম রাঠোর।

বিক্রম রাঠোরের ভাষ্যমতে, ‘বাংলাদেশ ভালো দল। তাদের স্পিন বোলিংয়ে দক্ষ অনেকেই আছে, যারা এই কন্ডিশনে অনেক ভালো করে। স্পিনারদের জন্য উইকেটে সহায়তা থাকায়, তারা সুবিধা পায় এবং তাদের দলে স্পিনারও অনেক। এই ফরম্যাটে প্রতিটি দল কঠিন প্রতিপক্ষ। আমি বিশ্বাস করি, টি-টোয়েন্টিতে সহজ ম্যাচ বলে কিছু নেই। এই কন্ডিশন আমাদের সঙ্গেও মানানসই। কারণ, আমরা একাদশে ২-৩ জন স্পিনার রাখতে পারি। তাই আমি নিজেদের দলকেই সেরা ভাবি। এটাই আমাদের শক্তি।’

এদিকে বিশ্বকাপে ৪ চারে ২৯ রান করা বিরাট কোহলিকে বিক্রম বলেন, ‘কোহলিকে ওপেনিংয়ে দেখে কি খুশি নন? আমরা ব্যাটিং অর্ডার নিয়ে ভাবছি না। যেমন আছে, তেমন নিয়েই খুশি। যদি কোনো পরিবর্তন আসে, তা প্রতিপক্ষ এবং কন্ডিশনের উপর নির্ভর করে আসবে।’

কোহলির অফ-ফর্মের পেছনে উইকেটের দায় দেখছেন বিক্রম। তার ধারণা, ‘আমরা সবচেয়ে বাজে কন্ডিশনে খেলে ফেলেছি, নিউইয়র্কে। এখন তাই যত লো-স্কোরিংই হোক না কেন, ভালোই লাগবে। আজও ভালোই মনে হলো। তাই আশা করছি, ভালো উইকেট পাব। মানে এতটা চ্যালেঞ্জিং হবে না, যতটা নিউইয়র্কে ছিল। আর ব্যাটিং ইউনিট হিসেবে যেমন কন্ডিশনই হোক, আমাদের মানিয়ে নিতে হবে।’