শরীয়তপুরে টেঁটা দিয়ে মারা হলো রাসেলস ভাইপার

শরীয়তপুরে টেঁটা দিয়ে মারা হলো রাসেলস ভাইপার

সংগৃহীত

শরীয়তপুরের ভেদরগঞ্জে একটি বিষধর রাসেলস ভাইপার ধরা পড়েছে। পরে সেটিকে মাছ ধরার টেঁটার সাহায্যে মেরে মাটিচাপা দেওয়া হয়।

রোববার (২৩ জুন) উপজেলার চরভাগা ইউনিয়নের পূর্ব মনাই হাওলাদারকান্দি এলাকা থেকে সাপটিকে ধরা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ভেদরগঞ্জের চরভাগা ইউনিয়নের পূর্ব মনাই হাওলাদারকান্দি পদ্মানদীর তীরবর্তী এলাকায় রোববার বিকেলে নদীর পাড়ে বসে সময় কাটাচ্ছিলেন ওই এলাকার সাইফুল নামে এক যুবক। এ সময় তিনি একটি সাপকে নদী সাঁতরিয়ে পাড়ে উঠে আসতে দেখেন। সাপটিকে দেখে তিনি দৌঁড়ে বাড়িতে গিয়ে একটি মাছ মারার টেঁটা এনে সাপটির মাথায় বিদ্ধ করেন। পরে সাপটিকে মেরে গর্ত খুঁড়ে স্থানীয়দের উপস্থিতিতে মাটিচাপা দেওয়া হয়।

এ বিষয়ে সাইফুল বলেন, ‘আমাদের এলাকাটি নদী তীরবর্তী হওয়ায় রাসেলস ভাইপার আতঙ্কে ছিলাম। বিকেলে যখন নদীর পাড়ে বসে সময় কাটাচ্ছিলাম তখন সাপটিকে এ পাড়ে উঠে আসতে দেখি। পরে বাসায় গিয়ে মাছ ধরার টেঁটা এনে সাপটির মাথায় বিদ্ধ করি। তখন দেখতে পাই এটি রাসেলস ভাইপার।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান সিকদার বলেন, ‘কিছুদিন ধরে আমাদের চরাঞ্চলে রাসেলস ভাইপারের সংখ্যা বেড়েছে। মানুষ এখন চরে কৃষিকাজ করতেও ভয় পায়।’