বলিভিয়াকে উড়িয়ে কোয়ার্টারে উরুগুয়ে

বলিভিয়াকে উড়িয়ে কোয়ার্টারে উরুগুয়ে

সংগৃহীত ছবি

কোপা আমেরিকায় দুর্দান্ত ছন্দে রয়েছে উরুগুয়ে। বলিভিয়াকে ৫-০ গোলে রীতিমতো বিধ্বস্ত করে, টানা দ্বিতীয় জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে মার্সেলো বিয়েলসার শিষ্যরা।

শুক্রবার (২৮ জুন) নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণের পসরা সাজিয়ে বসে উরুগুয়ে। ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোলের দারুণ সুযোগ নষ্ট হয় সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের। গোলবারের উপর দিয়ে চলে যায় ডারউইন নুনেজের হেড।

প্রথম গোলের জন্যও বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ম্যাচের অষ্টম মিনিটে উরুগুয়েকে লিড এনে দেন পাকুন্দো পেলিস্ত্রি। রোনাল্ড আরাউহোর ক্রস থেকে লক্ষ্যভেদ করেন তরুণ এই উইঙ্গার ।

ম্যাচের ২১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লিভারপুলের স্ট্রাইকার ডারউইন নুনেজ। শেষ পর্যন্ত দুই গোলের লিড নিয়েই বিরতিতে যায় উরুগুয়ে।

বিরতি থেকে ফিরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বলিভিয়া। কিন্তু ম্যাচের ৭৭তম মিনিটে ব্যবধান ৩-০ করে, সেই চেষ্টা নস্যাৎ করে দেন ম্যাক্সিমিলিয়ানো আরাউহো। দে লা ক্রুজের ক্রস থেকে ডান পায়ের কোনাকুনি শটে গোল করে দলকে এগিয়ে দেন তিনি।

ম্যাচের ৮১তম মিনিটে ফেদেরিকো ভালভার্দের পর ৮৯তম মিনিটে বলিভিয়ার কফিনে শেষ পেরেক ঠুকে দেন রদ্রিগো বেনতানচুর।

এই জয়ের পর শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের সঙ্গে ড্র করতে পারলেই গ্রুপ সেরা হবে, মার্সেলো বিয়েলসার শিষ্যরা।