গাজা ইস্যুতে চুপ থাকবেন না কমলা হ্যারিস

গাজা ইস্যুতে চুপ থাকবেন না কমলা হ্যারিস

কমলা হ্যারিস

নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস বলেছেন, গাজা ইস্যুতে তিনি চুপ থাকবেন না। 

বৃহস্পতিবার ইসরায়েলের বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেছেন।

ওয়াশিংটন সফররত নেতানিয়াহুকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট হ্যারিস বলেছেন, গত নয় মাসে গাজায় যা ঘটেছে তা বিধ্বংসী। মৃত শিশু এবং মরিয়া ক্ষুধার্ত মানুষদের নিরাপত্তার জন্য পালানো, যারা  দ্বিতীয়, তৃতীয় বা চতুর্থবার বাস্তুচ্যুত হয়েছে তাদের সেসব ছবি ভয়াবহ।’

হ্যারিস অবশ্য স্বীকার করেছেন, ‘ইসরায়েলের আত্মরক্ষা করার অধিকার আছে’ এবং হামাসকে একটি নৃশংস সন্ত্রাসী সংগঠন। তার দাবি,  হামাসই যুদ্ধের সূত্রপাত করেছিল এবং ‘যৌন সহিংসতার মতো ভয়ঙ্কর কাজ’ করেছিল।

কীভাবে ইসরায়েল নিজেকে রক্ষা করেছে তা গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা (গাজায়) এই ট্র্যাজেডিগুলোর দিকে তাকাতে পারি না। আমরা নিজেদেরকে কষ্টের কাছে অসাড় হতে দিতে পারি না এবং আমি চুপ থাকব না।’