রিয়ালে যোগ দিয়ে রোনালদোকে নিয়ে যা বললেন এন্দ্রিক

রিয়ালে যোগ দিয়ে রোনালদোকে নিয়ে যা বললেন এন্দ্রিক

ছবি: সংগৃহীত

১৭ বছর বয়সে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের হয়ে খেলার সময়েই রীতিমত তারকা বনে গিয়েছিলেন এন্দ্রিক ফিলিপে। অসংখ্য বিশ্বসেরা ফুটবলারের আঁতুড়ঘর ব্রাজিলের এই বিস্ময়বালকের তারকা বনে যাওয়ার অন্যতম কারণ ছিল রিয়াল মাদ্রিদের হয়ে চুক্তি করা। তবে রিয়ালের ঝয়ে মাঠে নামতে এন্দ্রিকের সামনে বাঁধা হয়ে ছিল বয়স।

ফিফার নিয়মানুযায়ী ১৮ বছর বয়স হওয়ার আগে রিয়ালের হয়ে মাঠে নামতে পারতেন না এন্দ্রিক। এ কারণে লম্বা সময় অপেক্ষা করতে হয়েছে তাকে। গত ২১ জুলাই ১৮তম জন্মদিন পালন করেছেন তরুণ এই তারকা, এরপর গতকাল আনুষ্ঠানিকভাবে রিয়ালের সঙ্গে চুক্তিটা সেরে ফেলেছেন তিনি।

এন্দ্রিককে গতকাল নিজেদের ফুটবলার হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে রিয়াল। গ্যালারিভর্তি দর্শকের সামনে উপস্থিত হয়ে নিজের স্বপ্ন পূরন হওয়ার কথা বলেছেন ব্রাজিলিয়ান এই তরুণ। তিনি বলেন, ‘কেমন অনুভূতি হচ্ছে, তা বলার ভাষা আমার নেই। কারণ, সব সময় এখানেই আসতে চেয়েছি। রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে চেয়েছি। এটা স্বপ্ন পূরণ হওয়ার মতো।’

এদিন রিয়ালের অন্যতম কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদোও স্মরণ করেছেন এন্দ্রিক। পর্তুগীজ এই মহাতারকাকে দেখেই রিয়ালের হয়ে খেলার স্বপ্ন দেখেছেন বলেও জানিয়েছেন এই বিস্ময় বালক। তিনি বলেন, ‘কাঁদতে চাইনি, কিন্তু রিয়ালকে ছেলেবেলা থেকেই ভালোবেসেছি। কারণ, একজন মানুষ আমার জীবনে এসেছিল—ক্রিস্টিয়ানো রোনালদো। তাঁর কারণেই রিয়াল মাদ্রিদকে অনুসরণ করা শুরু করি।’