মাইকেল ফেলপসের রেকর্ড ভাঙলেন মার্শা

মাইকেল ফেলপসের রেকর্ড ভাঙলেন মার্শা

ছবি: সংগৃহীত

অলিম্পিকের কিংবদন্তি সাঁতারু মাইকেল ফেলপস। অসংখ্য রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের এই কিংবদন্তির গড়া এক রেকর্ডই এবারের আসরে ভেঙেছেন লিও মার্শা। ছেলেদের ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে বিশ্বরেকর্ড গড়ে সোনা জিতেছেন তিনি।

২০০৮ সালে বেইজিং অলিম্পিকে ৪০০ মিটার মিডলের ইভেন্টে ফেলপস সময় নিয়েছিলেন ৪ মিনিট ০৩.৮৪ সেকেন্ড। যুক্তরাষ্ট্রের কিংবদন্তির গড়া এই রেকর্ডই আজ ভেঙেছেন ফরাসিদের ঘরের ছেলে মার্শা। তিনি আজ সময় নিয়েছেন ৪ মিনিট ০২.৯৫ সেকেন্ড।

এদিকে ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে আট বছর পর চ্যাম্পিয়ন পেয়েছে অলিম্পিক। এই ইভেন্টে ফেবারিট ছিলেন ব্রিটিশ সাঁতারু অ্যাডাম পিটি। তবে টানা দুইবারের অলিম্পিক চ্যাম্পিয়নকে পেছনে ফেলে সোনা জিতে নিয়েছেন ইতালির নিকোলো মার্তিনেঙ্গি, তিনি সময় নিয়েছেন ৫৯.০৩ সেকেন্ডে।

১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে ৫৯.০৫ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেছেন পিটি, তাঁর সঙ্গে যৌথভাবে এই পদক জয় করেছেন যুক্তরাষ্ট্রের নিক ফিংকও।