অলিম্পিকে রুপা জিতে জানলেন তিনি কোভিড পজিটিভ

অলিম্পিকে রুপা জিতে জানলেন তিনি কোভিড পজিটিভ

ছবি: সংগৃহীত

১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে দুবারের চ্যাম্পিয়ন অ্যাডাম পিটি। এবারও চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই পুলে নেমেছিলেন তিনি। তবে ইতালির নিকোলো মার্তিনেঙ্গির কাছে ০.০২ সেকেন্ড ব্যবধানে হেরে রুপা জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছে তাকে। সেরা সাফল্য না পাওয়ার পর আবার দুঃসংবাদও পেয়েছেন ব্রিটিশ এই সাঁতারু।

১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে পুলে নামার আগে থেকেই অসুস্থ বোধ করছিলেন পিটি। সাঁতার শেষ করার পর তাঁর অবস্থা আরও খারাপ হলে কোভিড টেস্ট করা হয় তাঁর। পরে কোভিড পরীক্ষায় অজিটিভ হিয়েছেন তিনি।

পিটির অবস্থা জানিয়ে ব্রিটিশ অলিম্পিক অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে জানিয়েছে, ‘সুইমিংয়ে শেষ দিকে রিলে ইভেন্ট দিয়ে প্রতিযোগিতায় ফেরার আশা করছেন। রোববার ছেলেদের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোক ফাইনালের আগে অ্যাডাম পিটি অসুস্থতা বোধ করেন। ফাইনালের কয়েক ঘণ্টা পর তার লক্ষণ খারাপ হতে শুরু করে, এরপর সোমবার সকালে তার কোভিড টেস্ট করা হয়। তখন তিনি পজিটিভ হন।’

১০০ মিটার ব্রেস্টস্ট্রোকের ফাইনালে পিটি সময় নিয়েছেন ৫৯.০৫ সেকন্ড। এ ইভেন্টের সেমিফাইনালেও এর থেকে কম সময়ে সাঁতার শেষ করেছিলেন ব্রিটিশ এই অ্যাথলেট।