যুব ইউরোয় চ্যাম্পিয়ন স্পেন

যুব ইউরোয় চ্যাম্পিয়ন স্পেন

ছবি: সংগৃহীত

গত ১৫ জুলাই ইংল্যান্ডকে হারিয়ে বড়দের ইউরোতে শিরোপা উৎসব করেছে স্পেন। এর রেশ কাটতে না কাটতেই দেশের ফুটবলপ্রেমীদের আবারো আনন্দের মুহূর্ত উপহার দিল দেশটির অনূর্ধ্ব-১৯ দল। 

উয়েফা মেন্স অনূর্ধ্ব-১৯ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলেছে স্পেন। যুব ইউরোর ফাইনালে ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। 

উইন্ডসর পার্কে ন্যাশনাল ফুটবল স্টেডিয়ামে ২-০ গোলের জয়ে শিরোপা উল্লাসে মাতেন রাউল জিমেনেজ, জেরার্ড হার্নান্দেজরা।

বার্লিনে ২ সপ্তাহ আগে পাওয়া আনন্দের রেশ কাটছেনা সহসাই। এরই মধ্যে বেলফাস্টেও সঙ্গী হলো সুখস্মৃতি। শুধু তাই নয়, সবশেষ ২০২২-২৩ মৌসুমের নেশন্স লিগ শিরোপাজয়ীও লা রোহারা।

পুরুষদের পাশাপাশি নারীদের ফুটবলেও রীতিমতো উড়ছে স্প্যানিশরা। সিনিয়ররা জিতেছে বিশ্বকাপ ও নেশন্স লিগ। বয়সভিত্তিক পর্যায়ে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ, অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ, অনূর্ধ্ব-১৭ ইউরো সব শিরোপা তাদের শোকেসে। ক'দিন আগে জিতেছে অনূর্ধ্ব-১৯ ইউরোর ট্রফিও। লিথুনিয়ায় ফাইনালে নেদারল্যান্ডসকে ২-১ গোলে হারিয়েছে তারা। এবার পুরুষদের অনূর্ধ্ব-১৯ ইউরোর মধ্য দিয়ে একই সপ্তাহে এইজ লেভেলে দুই বড় অর্জন স্পেনের।

এবার সুযোগ রয়েছে আরো এক অর্জনের। চলমান অলিম্পিক গেমসেও স্বর্ণজয়ের বড় দাবিদার স্পেন। ২ ম্যাচে ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে এরইমধ্যে গ্রুপ 'সি' থেকে নকআউট নিশ্চিত করেছে তারা। যে উড়ন্ত ফর্মে আছে স্প্যানিশরা, তাতে মেন্স ওয়ার্ল্ড কাপের দ্বিতীয় শিরোপাও হয়তো খুব বেশি দূরে নেই।