ফের বিভ্রাট মাইক্রোসফটে, বন্ধ একাধিক পরিষেবা

ফের বিভ্রাট মাইক্রোসফটে, বন্ধ একাধিক পরিষেবা

ছবি: সংগৃহীত

আবারো বিভ্রাট দেখা দিয়েছে টেক জায়ান্ট মাইক্রোসফটে। মাইক্রোসফট ব্যবহারকারীরা ইমেইল, এক্সবক্স লাইভ এবং ৩৬৫ ফাংশনে প্রবেশ করতে সমস্যায় পড়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়, সারাবিশ্বের মাইক্রোসফট ব্যাবহারকারীরা এ বিভ্রাটের জন্য বিপাকে পড়েছেন। তবে সংস্থাটির দাবি, মাইক্রোসফট বিভ্রাট কেবল ইউরোপের ব্যবহারকারীদের প্রভাবিত করছে।

মাইক্রোসফট সামাজিক যোগাযোগমাধ্যম এক্স পোস্টে জানায়, মাইক্রোসফট এ সমস্যার যথাযথ তদন্তের মধ্য দিয়ে যত দ্রুত সম্ভব সমস্যা সমাধান করার চেষ্টা করছে। 

সংস্থাটি জানায়, মাইক্রোসফটে বিভ্রাটের জন্য ‘আজুর’ যে পরিষেবা দেয় তা হ্রাস পেয়েছে। ‘আজুর’ হলো একটি ক্লাউড ফায়ারওয়াল, যা ফাইল, ডেটা এবং অন্যান্য অ্যাপের নিরাপত্তা দেয়। 

গত ১৯ জুলাই মাইক্রোসফট বিভ্রাটে থমকে গিয়েছিল গোটা বিশ্ব। কর্পোরেট অফিস থেকে বিমানবন্দর, ব্যাংক, শেয়ারবাজার, সর্বত্র এর প্রভাব পড়ে। সেই নিয়ে তদন্তের পূ্র্ণাঙ্গ রিপোর্ট এখনো হাতে আসেনি। সেই আবহেই ফের মাইক্রোসফ্ট বিভ্রাটের কবলে পড়লো বিশ্ব।