গুগল ছাড়া অন্য সার্চ ইঞ্জিনগুলো ব্লক করেছে রেডিট

গুগল ছাড়া অন্য সার্চ ইঞ্জিনগুলো ব্লক করেছে রেডিট

ছবি: সংগৃহীত

গুগল ছাড়া ডাকডাকগো, বিংয়ের মতো অন্য সার্চ ইঞ্জিনগুলোকে ব্লক করে দিয়েছে বহুল ব্যবহৃত সামাজিক মাধ্যম রেডিট। এর ফলে গুগল ছাড়া অন্য সার্চ ইঞ্জিনগুলো রেডিটের কোনো কনটেন্ট সার্চের ফলাফল হিসেবে প্রদর্শন করতে পারবে না। খবর ইন্ডিয়া টুডে। 

সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে, সম্প্রতি সার্চ ইঞ্জিনগুলোয় নিজেদের কনটেন্ট প্রদর্শনের নীতিমালায় পরিবর্তন এনেছে রেডিট। নতুন নিয়মানুসারে কোনো সার্চ ইঞ্জিন আর্থিক অংশীদারত্ব ছাড়া বিনামূল্যে ওয়েবসাইটটির পোস্ট বা কমেন্ট ইনডেক্সিং বা প্রদর্শন করতে পারবে না। মূলত নিজেদের সবচেয়ে হালনাগাদ কনটেন্টগুলোকে পে-ওয়ালের আওতায় আনতেই এমন পদক্ষেপ নিয়েছে ওয়েটসাইটটি। 

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গুগলই একমাত্র মূলধারার সার্চ ইঞ্জিন যেটি ব্যবহারকারীদের জন্য রেডিটের সবচেয়ে হালনাগাদ পোস্ট খুঁজে দিতে পারে। রেডিটের ডাটা ব্যবহার করে নিজেদের এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) মডেলকে প্রশিক্ষণ দিতে গুগল ৬ কোটি ডলার ব্যয় করেছে। 

এ মুহূর্তে অন্য সার্চ ইঞ্জিনগুলোয় পুরনো সার্চের ফলাফল দেখাচ্ছে। অর্থাৎ তারা আর রেডিটের হালনাগাদ কনটেন্ট দেখাতে পারছে না। অন্যদিকে গুগলে তা সম্ভব হওয়ায় এক্ষেত্রে একচেটিয়া ব্যবসার সম্ভাবনা তৈরি হয়েছে। 

তবে এ পদক্ষেপ রেডিটের আকস্মিক কোনো পরিকল্পনার অংশ নয়। তারা নিজেদের ডাটার নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি নতুন ব্যবসায়িক কৌশল অনুসরণে গুরুত্ব দিচ্ছে। আয় বৃদ্ধি ও ডাটায় প্রবেশাধিকার সীমাবদ্ধ করার মাধ্যমে নতুন আয়ের খাত তৈরি করার লক্ষ্যও তাদের। 

সম্প্রতি অনেক ওয়েবসাইট এআই কোম্পানিগুলোর ডাটা স্ক্যাপিং মাধ্যমে তথ্য ব্যবহার ঠেকানোর উদ্যোগ নিয়েছে। এর জন্য রোবট কর্তৃক স্বয়ংক্রিয়ভাবে ওয়েবসাইটে প্রবেশ ঠেকানো এবং সাইটের রোবটস টেক্সট ফাইল হালনাগাদ করছে তারা। নতুন নীতিমালার মাধ্যমে রেডিটও একই পথে হাঁটল।

এর আগে প্রশিক্ষণের উদ্দেশ্যে সাইটের তথ্যের অপব্যবহার করা নিয়ে নিজেদের অসন্তুষ্টির কথা জানিয়েছিল রেডিট। নতুন পদক্ষেপের মাধ্যমে এআই কোম্পানিগুলোকে শক্ত বার্তা দেয়ার চেষ্টা করেছে তারা। এমনকি ডাটা ব্যবহারের জন্য ৬ কোটি ডলারের চুক্তি করার পর গুগলকেও এ বিষয়ে সর্তক করে দিয়েছে রেডিট।