শিক্ষার্থীদের ওপর নির্বিচারে গুলি ও গ্রেপ্তার বন্ধের দাবি

শিক্ষার্থীদের ওপর নির্বিচারে গুলি ও গ্রেপ্তার বন্ধের দাবি

ছবি:সংগৃহীত

শিক্ষার্থীদের ওপর নির্বিচারে গুলি ও অবৈধভাবে গ্রেপ্তার বন্ধের দাবি জানিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। একই সঙ্গে সব শিক্ষার্থী ও দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবিও জানিয়েছেন তারা।

বৃহস্পতিবার (১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় পটুয়াখালী অ্যাডভোকেট শাহজাহান মিয়া ভবনের সামনে মুখে লাল কাপড় বেঁধে মানববন্ধন কর্মসূচি পালন করে জাতীয়তাবাদী আইনজীবী সমিতি। সেখানে বক্তব্যে সমিতির সভাপতি মো. মহসিন উদ্দিন এসব দাবি তুলে ধরেন।

কোটা সংস্কার আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনী নির্বিচারে গুলি চালায়। এতে শিশু ও ছাত্রসহ দেড় শতাধিক লোক গুলিবিদ্ধ হয়ে মারা যান। বেসরকারি হিসেবে সেই সংখ্যা আরও বেশি। এ সময় আহত হয়েছেন কয়েক হাজার লোক।

এ গ্রেপ্তার এবং হয়রানির প্রতিবাদে পটুয়াখালীতে মানববন্ধন করেন বাংলাদেশ জাতীয়বাদী আইনজীবী ফোরাম পটুয়াখালী ইউনিট।