জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের বিক্ষোভ

জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের বিক্ষোভ

ছবি:সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনে দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিককে হত্যা, নির্যাতন ও গ্রেপ্তারে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করছেন বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।শনিবার (৩ আগস্ট) সকালে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছে।

চলমান কোটা সংস্কার আন্দোলনে দায়িত্ব পালন করতে গেলে কয়েকজন সাংবাদিককে হত্যা, নির্যাতন এবং ডিইউজের সাংগঠনিক সম্পাদক সাঈদ খানকে অন্যায়ভাবে গ্রেপ্তারের প্রতিবাদে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে।

বিক্ষোভ কর্মসূচিতে অন্যদের মধ্যে অংশ নিয়েছেন ডিইউজের সভাপতি শহীদুল ইসলাম, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ, সাংবাদিক ও কবি আব্দুল হাই শিকদার প্রমুখ।