অসহযোগ আন্দোলনের প্রভাব ঢাকার সড়কে, চলছে শুধু রিকশা-সিএনজি

অসহযোগ আন্দোলনের প্রভাব ঢাকার সড়কে, চলছে শুধু রিকশা-সিএনজি

ছবি:সংগৃহীত

আল আমিন (নিজস্ব প্রতিনিধি):অসহযোগ আন্দোলনের প্রথমদিন সকালে রাজধানীর বিভিন্ন বাসস্ট্যান্ড এলাকায় কর্মব্যস্ত মানুষের ভিড় দেখা গেলেও চলছে না গণপরিবহন। তবে রিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা ও লেগুনা চলতে দেখা গেছে। 

এদিকে সকাল থেকে রাজপথে কয়েকটি বাসের দেখা মিললেও, এতে হুমড়ি খেয়ে পড়তে দেখা গেছে যাত্রীদের। গণপরিবহন সংকটে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী যাত্রী, জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হওয়া মানুষ, হাসপাতালগামী রোগী ও স্বজনরা।

 

রোববার (৪ আগস্ট) সকাল আটটা থেকে ৯টা পর্যন্ত রাজধানীর বনানী, মহাখালী, মতিঝিল,গুলিস্তান,কলেজ গেট, শিশুমেলা, আগারগাঁও, ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামটর, কাকরাইল, মৎস্য ভবন এলাকা সরেজমিনে গণপরিবহন সংকট দেখা যায়। তবে বিভিন্ন সিগনাল ও বাস স্টপেজগুলোতে যাত্রীদের ভিড় দেখা গেছে৷ 

অনেকে অ্যাপস ভিত্তিক পরিবহন সেবা নিচ্ছেন, অনেক যাত্রীকে বাস আসবে আশায় অপেক্ষায় দেখা যায়। অনেক যাত্রীকে লেগুনায় বাদুড়ঝোলা হয়ে যেতে দেখা গেছে।

রাসেল নামের নামে এক মগবাজারগামী  যাত্রী আতঙ্কে আছেন উল্লেখ করে বলেন, আগারগাঁও এলাকায় অনেকক্ষণ দাঁড়িয়ে আছি। গন্তব্যে যাওয়ার মতো বাস পাচ্ছি না। ভেঙে ভেঙে গেলে বা সিএনজি নিলে অনেক খরচ৷ রিকশায় গেলে সময় লাগবে। গণপরিবহন নেই বললেই চলে। আমার মতো হাজারো মানুষ সড়কে বিপাকে৷ গন্তব্যে যদি কোনোভাবে পৌঁছেও যাই নিজের জীবনের নিরাপত্তা নিয়ে আছি অনিশ্চয়তায়।