সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের সেই থেমিস ভাস্কর্য ভাঙচুর

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের সেই থেমিস ভাস্কর্য ভাঙচুর

সংগৃহীত

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের হাইকোর্টের এনেক্স ভবনের সামনে থাকা ভাস্কর্যটি ভাঙা হয়েছে। কে বা কারা ভাস্কর্যটি ভেঙেছে তা জানা যায়নি।

মঙ্গলবার (৬ আগস্ট) সকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, ন্যায় বিচারের প্রতীক হিসেবে দাড়ি পাল্লা ধরে রাখা ইস্পাতের ভাস্কর্যটি ভাঙা।

২০১৬ সালের শেষ দিকে গ্রীক দেবী থেমিসের আদলে গড়া ন্যায় বিচারের প্রতীক এই ভাস্কর্যটি সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বসানো হয়েছিল।

একপর্যায়ে হেফাজতে ইসলামসহ ইসলামপন্থী কয়েকটি দলের দাবির মুখে ২০১৭ সালের মে মাসে সুপ্রিম কোর্টের মূল ভবনের ফোয়ারার সামনে থেকে ভাস্কর্যটি হাইকোর্ট এনেক্স ভবনের সামনে পুনঃস্থাপন করা হয়।

ছাত্র-জনতার আন্দোলনে সোমবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর রাজধানীসহ সারাদেশে বিভিন্ন বিশৃঙ্খল ঘটনা ঘটে। নানা জায়গায় ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়। এ সময় বহু প্রাণহানির ঘটনাও ঘটে।