সীমান্ত দিয়ে পলায়ন রোধে তথ্য চেয়েছে বিজিবি

সীমান্ত দিয়ে পলায়ন রোধে তথ্য চেয়েছে বিজিবি

ছবি:সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে সোমবার (৫ আগস্ট) পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। আশ্রয় নিয়েছেন পার্শ্ববর্তী দেশ ভারতে। এ অবস্থায় কোনো অপরাধী কিংবা আইনলঙ্ঘনকারী যাতে পালাতে না পারে, সে ব্যাপারে তথ্য দিয়ে সহায়তার অনুরোধ জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (৭ আগস্ট) বেলা ১১টার পরে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের মাধ্যমে এ অনুরোধ জানায় বিজিবি।

এতে বলা হয়, সীমান্ত দিয়ে পলায়ন রোধে বিজিবিকে তথ্য দিয়ে সহায়তা করুন। যোগাযোগ: +৮৮০১৭৬৯-৬০০৬৮২ এবং +৮৮০১৭৬৯-৬২০৯৫৪।

এর আগে আরেক পোস্টে বিজিবি জানায়, অবৈধভাবে সীমান্ত অতিক্রম রোধে নিরাপত্তা জোরদার করা হয়েছে।