পুলিশের গুলিতে আহত জাতীয় দলের ফুটবলার

পুলিশের গুলিতে আহত জাতীয় দলের ফুটবলার

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একদফা এক দাবির বিজয় নিশ্চিত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের সংবাদ পেয়ে হাজার হাজার ছাত্র-জনতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিজয় উল্লাসে মেতে ওঠেন। 

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতিতে পুলিশ পুলিশ এলোপাতাড়ি গুলি ছুঁড়ে। পুলিশের এলোপাতাড়ি গুলিতে আহত হয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় টুটুল হোসেন বাদশা। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেই জানান তিনি। 

নিজের রক্তাক্ত অবস্থায় চোটাক্রান্তের ছবি দেয়ার পাশাপাশি ৮ সেকেন্ডের ভিডিও আপলোড করেন বাদশা। তিন লেখেন, ‘গতকাল (সোমবার) আনুমানিক রাত ৯ ঘটিকায় এলোপাতাড়িভাবে পুলিশ বাহিনী গুলি ছুঁড়ে। আমি আমার বাসার সামনে অবস্থান করছিলাম। সেই সময় আমার চোখের উপরে এসে একটি গুলি লাগে। সবাই আমার জন্য দোয়া করবেন। যাই হোক একটা প্রশ্ন থেকেই গেল। সময় হলে সেই বিষয়ে কথা হবে।’

২০১৩ সালে বাদশা বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলের হয়ে বয়সভিত্তিক পর্যায়ে খেলেছিলেন। প্রায় ৫ বছর লাল-সবুজের জার্সিতে বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর ২০১৮ সালে তার আন্তর্জাতিক অভিষেক হয়। জাতীয় দলের হয়ে তিনি এ পর্যন্ত ২৩ ম্যাচে অংশগ্রহণ করেছেন। 

দলগতভাবে বাদশা তিনটি শিরোপা জিতেছেন, যার সবগুলো ঢাকা আবাহনীর জার্সিতে। দলটির হয়ে ৮৪ ম্যাচ খেলেছেন। বর্তমানে বসুন্ধরা কিংসের হয়ে খেলছেন তিনি। ২০২২-২৩ মৌসুমে বর্তমান লিগ চ্যাম্পিয়নদের দলে যোগ দেন তিনি।