৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেপে উঠলো জাপান

৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেপে উঠলো জাপান

ছবিঃ সংগৃহিত।

জাপানের দক্ষিণাঞ্চলে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে বৃহস্পতিবারের এই ভূমিকম্পে বড়ো ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। শুধু ছোটো সুনামি ঢেউ উপকূলে আছড়ে পড়ে।

মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, কিউশু থেকে ২৫ কিলোমিটার গভীরে ৪টা ৪২ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।

ইউএসজিএসের প্রাথমিক রিপোর্টে ৬ দশমিক ৯ মাত্রার এবং ৭ দশমিক ১ মাত্রার দু’টি শক্তিশালী ভূমিকম্পের কথা বলা হলেও পরে জানা যায় সেখানে একটিমাত্র কম্পন হয়েছে।

জাপানের মেটিওরোলোজিকেল এজেন্সি (জেএমএ)ও জানায়, জাপানে ৭ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে।
সূত্র : এএফপি