শপথের পর ফেসবুকে যে বার্তা দিয়েছেন নাহিদ ও আসিফ

শপথের পর ফেসবুকে যে বার্তা দিয়েছেন নাহিদ ও আসিফ

ছবিঃ সংগৃহিত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ অন্তর্বর্তীকালীন সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দ্বায়িত্ব পেয়েছেন। বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন তারা। শপথের পর নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ ফেসবুকে সবার উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়েছেন।

নাহিদ ইসলাম বলেছেন,’আনন্দ উদযাপনের সময় এখনো আসেনি। শহিদের রক্ত ও লক্ষ মানুষের আত্মত্যাগের ফলে এই অর্জন। এখনো অনেক দূর যাওয়া বাকি। বাংলাদেশ পুনর্গঠন ও নতুন রাজনৈতিক ব্যবস্থা তৈরি করা আমাদের অন্যতম প্রতিশ্রুতি। তরুণ প্রজন্মের এই জেগে ওঠাকে আমাদের অব্যাহত রাখতে হবে।

বৈষম্যবিরোধী আন্দোলন সরকার ও রাজপথে উভয় জায়গায় উপস্থিতি রাখবে। ছাত্র-নাগরিক অভ্যুত্থানের সরকারকে স্বাগত জানাই। সকলকে পাশে থাকার আহ্বান জানাই।’

আসিফ মাহমুদ ফেসবুকে বলেন,’ শহিদের রক্তের বিনিময়ে যে দায়িত্ব পেয়েছি, তা পালনে সততা ও নিষ্ঠার সাথে সর্বোচ্চ সচেষ্ট থাকব। ছাত্র-নাগরিক অভ্যুত্থানের প্রতিজ্ঞা বাস্তবায়নই অন্তর্বর্তীকালীন সরকারে অংশগ্রহণের মূল উদ্দেশ্য।’ 

তিনি ফেসবুকে আরও লিখেন, ‘ব্যক্তিগত লাভের আশায় আবদার, তদবির করা থেকে বিরত থাকুন। এতে করে আমার সাথে আপনার সম্পর্ক নষ্ট হতে পারে। দেশ গঠনে পরামর্শ থাকলে জানাবেন।’