প্যারিস অলিম্পিকে বিদায়ের মঞ্চ প্রস্তুত

প্যারিস অলিম্পিকে বিদায়ের মঞ্চ প্রস্তুত

ছবি: সংগৃহীত

মঞ্চের এক দিকে কেউ কাপড় টানছেন। আবার অন্য দিকে কেউ পেরেক দিচ্ছেন। মাঝে নিরাপত্তাকর্মীরা মহড়া দিচ্ছেন। স্তাদে দ্য ফ্রান্সে অলিম্পিক গেমসের সমাপনী অনুষ্ঠানের মাত্র কয়েক ঘন্টা আগের চিত্র।

ফ্রান্সের ঐতিহাসিক ক্রীড়া ভেন্যু স্তাদে দ্য ফ্রান্স। ১৯৯৮ সালে এই ভেন্যুতেই বিশ্বকাপ ফুটবলের ফাইনাল হয়েছিল। দুই যুগ পর সেই ভেন্যুতে হচ্ছে অলিম্পিক গেমসের সমাপনী। বিশ্বকাপ ফাইনাল ও অলিম্পিক সমাপনী অনুষ্ঠানের ভেন্যু বিশ্ব ক্রীড়াঙ্গনের খুব কম ভেন্যুতেই হয়েছে।

প্যারিস সময় রাত নয়টায় (বাংলাদেশ সময় রাত ১ টায়) শুরু হবে গেমসের সমাপনী। নিরাপত্তা ও আনুষ্ঠানিকতায় সাংবাদিকরা আগে-ভাগেই এসেছেন স্তাদে দ্য ফ্রান্সে। এই রিপোর্ট লেখা পর্যন্ত আরো ঘন্টা তিনেক সময় বাকি থাকায় আয়োজকরা শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন।

প্যারিস অলিম্পিকের উদ্বোধন হয়েছিল স্টেডিয়ামের বাইরে। আইফেল টাওয়ারের নিকটবর্তী স্থানে মঞ্চ হয়েছিল। আর মার্চ পাস্ট হয়েছিল সীন নদীতে। আজ সমাপনী অনুষ্ঠান অবশ্য স্টেডিয়ামে ফিরেছে। স্তাদে দ্য ফ্রান্স ফুটবলের ভেন্যু হলেও অ্যাথলেটিক্স ও রাগবিও হয়েছে এখানে।

ট্র্যাক এন্ড ফিল্ডে পদকের লড়াইয়ের পরপরই আয়োজকরা এখানে সমাপনীর প্রস্তুতি নিয়েছে। দ্রুত সময়ের মধ্যেই সমাপনীর প্রয়োজনীয় কাজ সম্পাদন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানের ব্যাপ্তি চার ঘন্টা হলেও সমাপনীতে সময় অর্ধেক। ঘন্টা দু’য়েকের মধ্যে শেষ হবে অনুষ্ঠান।

সমাপনী মানেই বিদায়ের সুর। তাই এখানে উন্মাদনার চেয়ে আনুষ্ঠানিকতাই বেশি থাকছে। পরবর্তী গেমসের ফ্ল্যাগ হস্তান্তর, মশাল নেভানোর পর আইওসি সভাপতির বক্তব্যও থাকবে।