স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ২ উপদেষ্টা

স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ২ উপদেষ্টা

ছবি:সংগৃহীত

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা বিধান রঞ্জন রায় ও সুপ্রদীপ চাকমা। রোববার (১২ আগস্ট) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন তারা।

শ্রদ্ধা নিবেদন শেষ হলে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে তারা দুজনই পৃথক অঙ্গীকার করে স্বাক্ষর করেন।

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া উপদেষ্টা সুপ্রদীপ চাকমা লিখেছেন, ‘শ্রদ্ধা জাতির বীরদের, যারা এ দেশ স্বাধীন করেছেন। দেশ, পতাকা, সরকার, সংবিধান দিয়েছেন। এ জাতিকে প্রতিষ্ঠিত করেছেন। তাই বর্তমান সরকারের উপদেষ্টা হিসেবে আমার এ প্রতিজ্ঞা, এ দেশের প্রতিটি মানুষের অধিকার সুরক্ষা করা এবং উন্নত ও বৈষম্যহীন সমাজ গড়া। পরিশেষে ছাত্র ও জনতার বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের শ্রদ্ধা ও লাল সালাম।’

অপরদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় উপদেষ্টা বিধান রঞ্জন রায় লিখেছেন, ‘যাদের রক্তে ত্যাগে মুক্ত এ দেশ, যেন তাদের স্বপ্ন বাস্তবায়নে যথাসাধ্য করতে পারি এই প্রতিজ্ঞা করছি।’