এইচএসসি পাসে যমুনা গ্রুপে ৯০ জনের চাকরি

এইচএসসি পাসে যমুনা গ্রুপে ৯০ জনের চাকরি

ফাইল ছবি

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যমুনা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান যমুনা ইলেক্ট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড। ‘ফিল্ড অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ২৫ আগস্ট। 

প্রতিষ্ঠানের নাম: যমুনা গ্রুপ

অঙ্গপ্রতিষ্ঠানের নাম: যমুনা ইলেক্ট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড

বিভাগের নাম: বিক্রয় ও বিপণন বিভাগ (ইলেক্ট্রনিক্স, ইলেক্ট্রিক্যাল এবং স্মল এপ্লায়েন্স)

পদের নাম: ফিল্ড অফিসার

পদ সংখ্যা: ৯০টি 

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি

অভিজ্ঞতা: ১ বছর

চাকরির ধরন: ফুল টাইম

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়সসীমা: সর্বনিম্ন ২০ বছর

কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান

ফিল্ড অফিসারের দায়িত্ব ও কর্তব্য

> রুট অনুযায়ী আউটলেট শতভাগ ভিজিট করা
> পণ্য সরবরাহ নিশ্চিত করা
> পণ্যের বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করা
> সমস্ত আউটলেটে পণ্য অনুসারে পণ্যের উপস্থিতি নিশ্চিত করা
> ডিলার পয়েন্টে কি কি স্টক আছে, তা সবসময় মনিটরিং করতে হবে
> হেড অফিসে দৈনিক সেলস রিপোর্ট পাঠাতে হবে
> সব ধরনের রিপোর্ট দিতে হবে। যেমন: সেকেন্ডি সেলস, মাসিক সেলস, ক্রেডিট স্ট্যাটাস ইত্যাদি
> স্ট্যান্ডার্ড সেলস কল নিশ্চিত করা
> পণ্য অনুসারে এবং রুট অনুযায়ী প্রতিটি রিটেইল সপগুলোতে সেলস কল নিশ্চিত করা
> কোম্পানির বিক্রয় নীতির যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করা
> ডিলারের আউটলেটে সঠিক মার্চেন্ডাইজিং নিশ্চিত করা
> মার্কেটে প্রতিদ্বন্দ্বী কোম্পানির ডিলার এবং তাদের পন্য, পণ্যের মূল্য, অফার ইত্যাদি তথ্য সংগ্রহ করা
> কোম্পানি দ্বারা প্রদত্ত প্রচার-প্রচারনা/বিজ্ঞাপন মূলক কর্মকাণ্ড নিশ্চিত করা
> সর্বোত্তম সম্ভাব্য গ্রাহক সেবা প্রদান করা। বিশেষ করে পণ্য রিপ্লেসমেন্ট সংক্রান্ত
> কাষ্টমার সার্ভিস ডিপার্টমেন্টের সহায়তায় গ্রাহকদের সময়মত পণ্য রিপ্লেসমেন্ট সেবা নিশ্চিত করা

বেতন: ১৭,০০০-১৯,০০০ টাকা (টিএ/ডিএ সহ)

অন্যান্য সুযোগ সুবিধা: সেলস কমিশন
বিক্রয়ের ওপর কমিশন ইনসেনটিভ
ঈদ বোনাস
বিভিন্ন ধরণের পেশাদারি প্রশিক্ষণ
পদোন্নতি 
বার্ষিক বেতন বৃদ্ধির সুযোগ 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা চাকরি সম্পর্কে বিস্তারিত জানতে এবং আবেদন করতে এই লিংকে ক্লিক করুন

আবেদনের সময়সীমা: ২৫ আগস্ট, ২০২৪