ডিএমপির বড় পদে রদবদল

ডিএমপির বড় পদে রদবদল

ফাইল ছবি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার ও উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার কর্মকর্তাদের রদবদল হয়েছে। 

বৃহস্পতিবার (১৫ আগস্ট) ডিএমপি কমিশনার মো. মাইনুল ইসলাম স্বাক্ষরিত পৃথক তিনটি আদেশে এ বদলি করা হয়।

এক আদেশে ডিএমপি উপ-পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদারকে যুগ্ম পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) (ক্রাইম), ডিএমপির যুগ্ম-পুলিশ কমিশনার মো. মাসুদ করিমকে ট্রান্সপোর্টে, উপ-পুলিশ উপকমিশনার খোন্দকার নজমুল হাসানকে পিওএমে, উপ-পুলিশ কমিশনার মো. জুলফিকার আলী হায়দারকে যুগ্ম-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত অপারেশন), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ জসীম উদ্দিনকে লালবাগ বিভাগে এবং উপ-পুলিশ কমিশনার রনওক জাহানকে ট্রাফিক-রমনা বিভাগে বদলি করা হয়েছে।

অপর এক আদেশে যুগ্ম কমিশনার (অপারেশন) খোন্দকার নুরুন্নবীকে ডিএমপির সদরদপ্তরে সংযুক্ত, যুগ্ম কমিশনার (ক্রাইম) লিটন কুমার সাহাকে ডিএমপির সদরদপ্তরে সংযুক্ত, যুগ্ম কমিশনার (ট্রান্সপোর্ট) এবিএম মাসুদ হোসেনকে ডিএমপির সদরদপ্তরে সংযুক্ত, যুগ্ম কমিশনার আসমা সিদ্দিকা মিলিকে সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে এবং ট্রাফিক-রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আলমগীর হোসেনকে ডিএমপির সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে।

অন্য একটি আদেশে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. রিয়াজুল হককে গুলশান বিভাগে বদলি করা হয়েছে।