রাশিয়ার অভিযোগ, পশ্চিমা ক্ষেপণাস্ত্র ব্যবহার করেই সেতু ধ্বংস করেছে ইউক্রেন

রাশিয়ার অভিযোগ, পশ্চিমা ক্ষেপণাস্ত্র ব্যবহার করেই সেতু ধ্বংস করেছে ইউক্রেন

ছবিঃ সংগৃহীত।

ইউক্রেন সেইম নদীর ওপর নির্মিত একটি কৌশলগত গুরুত্বপূর্ণ সেতু ধ্বংস করেছে। রাশিয়ার কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, গ্লুশকোভো শহরের কাছে অভিযানে স্থানীয় জেলার কিছু অংশ বিচ্ছিন্ন করে দিয়েছে। ব্রিজটি ক্রেমলিন তার সেনা সরবরাহের জন্য ব্যবহার করছিল।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনীয় সেনারা কুরস্কে তাদের অবস্থান শক্তিশালী করছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, কুরস্ক অঞ্চলের সেইম নদীর সেতু ধ্বংস করতে ইউক্রেইন পশ্চিমা ক্ষেপণাস্ত্র, সম্ভবত যুক্তরাষ্ট্রের তৈরি এইচআইএমএআরএস (হাইমরাস) ব্যবহার করেছে।

শুক্রবারের এ হামলায় বেসামরিকদের সরিয়ে নেওয়ার চেষ্টা করতে থাকা বেশ কয়েকজন স্বেচ্ছাসেবক নিহত হয়েছেন বলে রাশিয়া জানিয়েছে।

শুক্রবার রাতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা টেলিগ্রাম অ্যাপে বলেছেন, ‌‘প্রথমবারের মতো কুরস্ক অঞ্চলে পশ্চিমের তৈরি করা রকেট আঘাত হানলো। সম্ভবত আমেরিকান এইচআইএমএআরএস।

জাখারোভা বলেছেন, ‘এই হামলার ফলে গ্লুশকোভো জেলায় সেইম নদীর উপরের সেতুটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে আর বেসামরিক লোকজনকে সরিয়ে নেওয়ার কাজে সহায়তা করতে থাকা স্বেচ্ছাসেবকরা নিহত হয়েছেন। ’

শুক্রবার ইউক্রেইনের সেনাবাহিনীর প্রধান অলেকজান্দ্রার সুরস্কি বলেছেন, কিয়েভের বাহিনী রাশিয়ায় অনুপ্রবেশ শুরু করার পর থেকে ১১ দিনের মাথায় কুরস্ক অঞ্চলের কোনো কোনো এলাকায় ১ থেকে ৩ কিলোমিটারের মতো এগিয়ে গেছে।

কিয়েভ দাবি করেছে, ৬ অগাস্ট থেকে তাদের সেনারা কুরস্ক অঞ্চলের ১১৫০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে থাকা ৮২টি বসতি এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে।