গাজাজুড়ে ইসরায়েলি হামলায় আরও ৩৫ ফিলিস্তিনি নিহত

গাজাজুড়ে ইসরায়েলি হামলায় আরও ৩৫ ফিলিস্তিনি নিহত

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় থামছেই না ইসরায়েলি বর্বরতা। গত ২৪ ঘণ্টায় দখলদার দেশটির হামলায় আরও ৩৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। নতুনদের নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ হাজার ১৩৯ জনে। এছাড়া ১০ মাসেরও বেশি সময় ধরে চলা হামলায় আহত হয়েছেন ৯২ হাজারের বেশি ফিলিস্তিনি। খবর আল জাজিরার।

কাতারভিত্তিক গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় গাজা উপত্যকাজুড়ে একের পর এক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এসব হামলায় অন্তত ৩৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে।

গত বছরের অক্টোবর মাসের ৭ তারিখে ইসরায়েলে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় গণহত্যা শুরু করে ইসরায়েল। এ আগ্রাসনে ইতোমধ্যে ৪০ হাজার ১৩৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। আহত হয়েছেন ৯২ হাজার ৭৪৩ জন।

ইসরায়েলি আগ্রাসনে গাজার অসংখ্য শিশু তাদের হাত অথবা বাহু হারিয়ে পঙ্গুত্ববরণ করছে। পঙ্গুত্ব বরণ করা এসব শিশুকে রোজই ভয়ানক সব পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে।

দখলদার ইসরায়েলের বর্বর হামলায় অবরুদ্ধ গাজা উপত্যকায় দৈনিক ১০ জন শিশু তাদের একটি অথবা দুটি পা হারাচ্ছে বলে লোমহর্ষক তথ্য দিয়েছে জাতিসংঘের ফিলিস্তিনি উদ্বাস্তু বিষয়ক সংস্থা (ইউএনআরডব্লিউএ)। এছাড়াও অসংখ্য শিশু তাদের হাত অথবা বাহু হারিয়ে পঙ্গুত্ব বরণ করছে। এমন পরিস্থিতিতে জাতিসংঘসহ বিভিন্ন দেশ হামলা বন্ধের আহ্বান জানালেও ইসরায়েল এসবে কোনো তোয়াক্কা করছে না।