আটাশির বন্যা-জুলাই বিপ্লব-লেটস ডু ইট অ্যাগেইন: ফারুকী

আটাশির বন্যা-জুলাই বিপ্লব-লেটস ডু ইট অ্যাগেইন: ফারুকী

ছবি:সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন থেকে শুরু করে আওয়ামী লীগ সরকার পতন ও অন্তর্বর্তীকালীন সরকার গঠন সবক্ষেত্রেই নানা পরিস্থিতিতে সরব থাকতে দেখা গেছে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীকে। দেশের যেকোনো পর্যায়েই তিনি সোশ্যাল মিডিয়ায় একেরপর এক স্ট্যাটাস দিয়ে মানুষের পাশে নিজেকে দাঁড় করান।

এরইমধ্যে ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে দেশের উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি জেলায়। এমন অবস্থায় বন্যা দুর্গতদের সহায়তায় একে অন্যের পাশে থাকার আহ্বান জানালেন ফারুকী।

ফেসবুকে বন্যাকবলিত এলাকার ছবি পোস্ট করে ফারুকী ফেনী, কুমিল্লা, খাগড়াছড়িতে বন্যার সঙ্গে আটাশির ভয়াবহ বন্যার কথা স্মরন করিয়ে দিয়েছেন।

এসময়  তিনি লিখেছেন, ‘বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি মানুষের একতা। সেই আটাশির বন্যা থেকে দেখে আসছি। বিপদে আমরা একে অন্যের পাশেই থাকি। জুলাই বিপ্লবের আগে এবং পরেও আমরা দেখিয়েছি। লেটস ডু ইট অ্যাগেইন। লেটস ফোকাস অন ফেনী, কুমিল্লা, খাগড়াছড়ি। লেটস ওয়ার্ক টুগেদার।’