ইতালিতে উদ্ধার ব্রিটিশ ব্যবসায়ীসহ পাঁচজনের মৃতদেহ

ইতালিতে উদ্ধার ব্রিটিশ ব্যবসায়ীসহ পাঁচজনের মৃতদেহ

প্রতীকী ছবি

ব্রিটিশ প্রযুক্তি ব্যবসায়ী মাইক লিঞ্চের স্ত্রীর ইয়টটি ইতালির সিসিলির কাছে সোমবার ডুবে যায়৷ সেই নৌকায় ছয়জন যাত্রী ছিলেন৷ এখনও খোঁজ চলছে ইয়টে থাকা লিঞ্চের কন্যার৷ বিশেষজ্ঞদের আশঙ্কা একটি সামুদ্রিক ঘূর্ণিঝড় বা টর্নেডোর কবলে পড়েছিল ইয়টটি৷ দ্য বায়েসিয়ান নামের ১৮৪ ফুট উঁচু এই ইয়টের গায়ে ছিল ব্রিটিশ পতাকা৷ উদ্ধারের কাজ চালাচ্ছে ইতালিয়ান দমকল বিভাগ৷

সরকারিভাবে পরিচিতি শনাক্ত করবার জন্য উদ্ধার হওয়া মৃতদেহগুলিকে উদ্ধারকারী নৌকায় করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ স্থানীয় কর্তৃপক্ষ উদ্ধার হওয়া মৃতদেহের পরিচয় সম্পর্কে কোনো তথ্য দিতে না চাইলেও, বার্তা সংস্থা রয়টার্স কর্তৃপক্ষের সূত্রের বরাত দিয়ে নিশ্চিত করেছে যে নিহতদের মধ্যে ব্রিটিশ প্রযুক্তি ব্যবসায়ী মাইক লিঞ্চও ছিলেন৷

পালেরমো শহরের পোর্তিচেলোর কাছে নোঙর করা ছিল ইয়টটি৷ ঝড়ের মুখে পড়ায় কয়েক মিনিটের মধ্যে ডুবে যায় সেটি৷ মার্কিন যুক্তরাষ্ট্রে একটি বহুল চর্চিত জালিয়াতি মামলায় সম্প্রতি নির্দোষ সাব্যস্ত হন ৫৯ বছর বয়সী মাইক লিঞ্চ৷ তা উদযাপন করতেই এই ইয়টে নিজের বন্ধুদের দাওয়াত দেন তিনি৷ লিঞ্চ ও তার কন্যা ছাড়াও এই ইয়টে জুডি ও তার স্বামী, মর্গান স্ট্যানলির উচ্চপদস্থ কর্মকর্তা, জনাথন ব্লুমার, আইনজীবী ক্রিস মরভিলো ও তার স্ত্রী নেদাও ছিলেন৷ লিঞ্চের স্ত্রীসহ মোট ১৫জন যাত্রী ইয়ট থেকে প্রাণ হাতে করে ফিরে আসতে সক্ষম হন৷ ইয়টে থাকা শেফ, ক্যানাডিয়ান নাগরিক রেকাল্দো টমাসের মৃতদেহ দুর্ঘটনার কয়েক ঘন্টা পর উদ্ধার হয়৷

ইয়টডুবিতেও রহস্য ও অস্পষ্টতা ইয়টের ক্যাপ্টেনসহ বাকি জীবিত যাত্রীদের ও প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ৷ এই মুহূর্তে কোনো ব্যক্তিই তদন্তাধীন নন৷ ডুবে যাওয়া দ্য বায়েসিয়ান ইয়টটিতে বিশ্বের সবচেয়ে উঁচু অ্যালুমিনিয়ামের মাস্তুল রয়েছে, প্রায় ২৩৬ ফুট, জানায় ইয়টটির প্রস্তুতকারী সংস্থা, পেরিনি৷ নিহত লিঞ্চকে বলা হয় যুক্তরাজ্যের বিল গেটস৷

তার সফটওয়্যার সংস্থা, অটোনমিকে ২০১১ সালে ১১ বিলিয়ন মার্কিন ডলার দামে কিনে নেয় প্রযুক্তি সংস্থা এইচপি৷ তারপরই, অটোনমির বিরুদ্ধে জালিয়াতির মামলা দায়ের করে এইচপি, যার বিচার চলছিল এত বছর ধরে৷ জুন মাসে স্যান ফ্রান্সিসকোর একটি আদালত লিঞ্চের বিরুদ্ধে ওঠা সকল অভিযোগ খারিজ করে৷ এই মামলায় তার পক্ষে লড়েন আইনজীবী ক্রিস মরভিলো৷ জনাথন ব্লুমার ছিলেন লিঞ্চের সাক্ষী৷

ম্যাথিউ শানক যুক্তরাজ্যে মেরিটাইম সার্চ অ্যান্ড রেসকিউ কাউন্সিলের চেয়ার৷ তার মতে, দ্য বায়েসিয়ান একটি উচ্চ শক্তির আবহাওয়াজনিত দুর্যোগের শিকার হয়েছে৷

তিনি বলেন, যদি এটা কোনো ওয়াটার স্পাউট বা সামুদ্রিক ঝড় হতো, যেমনটা দেখে মনে হচ্ছে, তাহলে তাকে আমি কালো রাজহাঁসের মতোই দুর্লভ ঘটনা হিসাবে বলব৷

পেরিনি সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা জিওভানি কস্টানটিনো বলেন, যে এই ইয়টটি বিশ্বের অন্যতম নিরাপদ ইয়ট ছিল, যা এক অর্থে ডুবতেই পারে না৷ তার মতে এই দুর্ঘটনার পেছনে প্রাকৃতিক দুর্যোগের সাথে থাকতে পারে মানবিক ভুলের বিষয়টিও৷ টিজিওয়ান টেলিভিশন অনুষ্ঠানে বুধবার তিনি বলেন, ইয়টে পানি ভরে যাওয়ায় সেটি ডুবে যায়৷ সেই পানি কোথা থেকে এলো, সেটা তদন্তকারীরা বলবেন৷

সূত্র: ডয়চে ভেলে