এবার বন্যার্তদের জন্য ফরিদপুরের এতিম শিশুদের মহতি উদ্যোগ

এবার বন্যার্তদের জন্য ফরিদপুরের এতিম শিশুদের মহতি উদ্যোগ

ছবিঃ সংগৃহীত।

বন্যা কবলিত অসহায় মানুষের মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ফরিদপুরের কয়েকশ অনাথ শিশু। বন্যার্তদের সহযোগিতার জন্য ১২০ জন অনাথ শিশু তাদের তিনদিনের একবেলার খাবার না খেয়ে সেই অর্থ দিয়ে খাবার কিনে দিয়েছে।  

ফরিদপুর ওয়েলফেয়ার ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত শহরতলীর ধুলদীতে অবস্থিত হল্যান্ড চিলড্রেন হাউজের অনাথ শিশুরা এই উদ্যোগ নেয়।

রবিবার বেলা ১২টার দিকে হল্যান্ড চিলড্রেন হাউজের অনাথ শিশুরা তাদের একদিনের খাবারের টাকা দিয়ে বর্ন্যাতদের জন্য চিড়া, মুড়ি, গুড়, খাবার স্যালাইন ও বিস্কুটসহ শুকনো খাবার তুলে দেয় স্বেচ্ছাসেবী সংগঠনের হাতে।

এ সময় হল্যান্ড চিলড্রেন হাউজের অনাথ শিশুদের সঙ্গে চিলড্রেন হাউজের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।