বন্যার্তদের পাশে শিল্পকলা একাডেমির কর্মকর্তা-কর্মচারীরা

বন্যার্তদের পাশে শিল্পকলা একাডেমির কর্মকর্তা-কর্মচারীরা

ছবি:সংগৃহীত

ভয়াবহ বন্যার কবলে দেশের ১১টি জেলা। এতে ২৩ জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন ৫৫ লাখেরও বেশি মানুষ। এ অবস্থায় যে যেভাবে পারছেন ভালোবাসার হাত বাড়িয়ে বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছেন।

এমন পরিস্থিতিতে বন্যার্তদের সহায়তায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির কর্মকর্তা-শিল্পী-কর্মচারীরা তাদের ১ দিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

সোমবার (২৬ আগস্ট) শিল্পকলা একাডেমির কর্মকর্তা-কর্মচারীরা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে চলমান বন্যায় আক্রান্ত হয়েছে ফেনী, কুমিল্লা, খাগড়াছড়িসহ বেশ কিছু জেলা। ক্ষতিগ্রস্ত হয়েছে লক্ষ লক্ষ পরিবার। দেশে সংস্কৃতি চর্চা ও কৃষ্টি-ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি বর্তমান বন্যা পরিস্থিতিতে মানবিক সহায়তার লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এই উদ্যোগ।

এতে আরও বলা হয়েছে, এছাড়া একাডেমির কর্মকর্তা কল্যাণ সমিতির ত্রাণ সংগ্রহ উপকমিটির মাধ্যমেও অর্থ ও অনান্য সহায়তা সামগ্রী সংগ্রহ চলছে। একাডেমির অর্থ বিভাগের তথ্য অনুসারে ১ দিনের মূল বেতনের সমপরিমাণ অর্থের হিসেবে ৩ লক্ষ টাকা মঙ্গলবার (২৭ আগস্ট) প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা প্রদান করা হবে।