বাতিল হচ্ছে শেখ হাসিনা স্টেডিয়ামের নাম-নকশা

বাতিল হচ্ছে শেখ হাসিনা স্টেডিয়ামের নাম-নকশা

ছবি: সংগৃহীত

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ। এ ছাড়া আগামী কয়েক বছরে বেশি কিছু আইসিসির ইভেন্টও রয়েছে। বেশ কয়েকটি স্টেডিয়ামের সঙ্গে এটির নির্মাণ কাজে হাত দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জমি অধিগ্রহণের পর অপেক্ষায় ছিল নির্মাণ কাজ শুরুর।

তবে ক্ষমতার পট পরিবর্তনের পর দেশের বর্তমান বাস্তবতায় বদলে যাচ্ছে অনেককিছু। ক্রীড়া উপদেষ্টার ঘোষণা অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রীর নামে এ স্টেডিয়ামটির নামকরণ থাকবে না এটা নিশ্চিত। এছাড়া স্টেডিয়ামের নকশা করা হয় নৌকার আদলে। তখন নদী মাতৃক বাংলাদেশের কথা বোঝায় বলা হলেও নৌকা আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক। তবে এবার বদলে যাচ্ছে স্টেডিয়ামটির নাম ও নকশা।

তবে পরিবর্তিত পরিস্থিতিতে এখনই কাজ শুরু করতে চাচ্ছে না ফারুকের নেতৃত্বাধীন বিসিবি। সে বিষয়েই এক পরিচালক বলছিলেন, ‘আমাদের এই টেন্ডার ড্রপিংটা বন্ধ করতে হবে। না হলে আরেকটি নতুন সমস্যা তৈরি হবে। এ জন্য ২৯ তারিখ মিটিং ডাকা হয়েছে। আমরা চাচ্ছি টেন্ডার ড্রপিংয়ের সময়টা স্থগিত করতে অথবা পরিবর্তন করে পিছিয়ে নিতে।’

আরেক বোর্ড পরিচালক বলেন, ‘আগের নকশায় তো আর স্টেডিয়াম করা সম্ভব নয়। নৌকার যে নকশা ছিল সেভাবে করলে লোকে ভেঙে ফেলার আশঙ্কা বেশি। এ ছাড়া নামও বদলাতে হবে।’

এছাড়া বোর্ডের সূত্র জানিয়েছে, ‘স্টেডিয়ামটা তো আমাদের দরকার। আইসিসিতে প্রতিশ্রুতি দেওয়া। ২০৩১ ওয়ানডে বিশ্বকাপ আয়োজনের জন্য মাঠের সংখ্যা বাড়াতে হবে।’ কিন্তু কাজ শুরু হলে কবে হবে? সংবাদমাধ্যমকে বলা আরেক পরিচালক আকরাম খানের কথা থেকে সে বিষয়ে একটি ধারণা পাওয়া গেছে, ‘আমরা (এই বোর্ড) আগামী বছরের অক্টোবর পর্যন্ত আছি। এই সময়ের মধ্যে বড় কোনো প্রকল্পে হয়তো আমরা হাত দিতে পারব না। ছোট ছোট যে কাজ আছে, সেগুলো শেষ করতে চাই।’