সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল শিরোপা জিতল বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল শিরোপা জিতল বাংলাদেশ

ছবিঃ সংগৃহিত।

নেপালের ললিতপুরের আনফা কমপ্লেক্সে বুধবার ৪-১ গোলে জিতেছে লাল সবুজের পতাকাধারীরা।নিজের জোড়া গোলের পর সতীর্থের গোলেও রাখলেন অবদান। মিরাজুল ইসলামের এমন উজ্জ্বল পারফরম্যান্সে স্বাগতিক নেপালকে উড়িয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল বাংলাদেশ।

চ্যাম্পিয়নদের অন্য দুই গোলদাতা রাব্বী হোসেন রাহুল ও পিয়াস আহমেদ নোভা।

এই জয়ে মধুর প্রতিশোধও নেওয়া হলো বাংলাদেশের। নেপালের বিপক্ষে ২-১ ব্যবধানে হেরেই গ্রুপ রানার্সআপ হয়েছিল তারা।

বয়সভিত্তিক এই প্রতিযোগিতায় এই প্রথম চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ। ২০২২ সালে ভারতের বিপক্ষে হেরে রানার্সআপ হয়েছিল বাংলাদেশ। এবার সেমি-ফাইনালে তাদেরকে হারিয়েই ফাইনালের মঞ্চে উঠে আসে মারুফুল হকের দল।

সময় গড়ানোর সাথে সাথে ম্যাচে আধিপত্য করছিল নেপাল। প্রথমার্ধের শেষ দিকে মিরাজুলের দৃষ্টিনন্দন ফ্রি কিক গোল বদলে দেয় দৃশ্যপট। উজ্জ্বীবিত ফুটবলে মিরাজুলের কল্যাণেরই ৫৫তম মিনিটে পেয়ে যায় দ্বিতীয় গোলও।

৭৯তম মিনিটে মিরাজুলের পাস ধরে করা রাব্বীর গোলে জয় অনেকটা নিশ্চিত হয়ে যায়। ৮০তম মিনিটে ব্যবধান কমায় নেপাল। কিন্তু এরপর আর খুজে পাওয়া যায়নি তাদের। উল্টো যোগ করা সময়ে আরও এক গোল হজম করে তারা। বাংলাদেশ মাতে প্রথম শিরোপা জয়ের উল্লাসে।

মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার ও সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জেতেন মিরাজুল।