আল্লাহর সাহায্য লাভের উপায়

আল্লাহর সাহায্য লাভের উপায়

ছবি: সংগৃহীত

আল্লাহর সাহায্য ও রহমত লাভ করার একটি উপায় হলো দুনিয়াতে মানুষ ও আল্লাহর অন্যান্য সৃষ্ট জীবদের ওপর দয়া করা। যে নিজে দয়ালু, অন্যদের প্রতি দয়ার্দ্র আচরণ করে, রাহমানুর রাহিম আল্লাহ তাআলাও তার প্রতি দয়ার্দ্র আচরণ করেন। 

আব্দুল্লাহ ইবনে আমর (রা.) থেকে বর্ণিত আল্লাহর নবি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, অনুগ্রহ ও অনুকম্পা প্রদর্শনকারীদের প্রতি আল্লাহ রহমানুর রাহিম অনুগ্রহ ও দয়া বর্ষণ করেন। তোমরা দুনিয়ার অধিবাসীদের প্রতি দয়া করো, তাহলে আকাশে যিনি আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন। (সুনানে আবু দাউদ: ৪৯৪১, সুনানে তিরমিজি: ২০০৬)

আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত আরেকটি হাদিসে আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ততক্ষণ পর্যন্ত সাহায্য করতে থাকেন যতক্ষণ সে তার ভাইয়ের সাহায্য করতে থাকে। (সহিহ মুসলিম: ২৬৯৯)

একই হাদিসে মানুষকে সাহায্য করার পরকালীন প্রতিদানের কথা উল্লেখ করে আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, যে ব্যক্তি কোনো মুমিনের দুনিয়ার কোনো বিপদ দূর করে দেবে, আল্লাহ তাআলা তার আখেরাতের একটি বিপদ দূর করে দেবেন। যে ব্যক্তি কোনো অভাবগ্রস্ত লোকের অভাব মোচন করবে, আল্লাহ তাআলা কেয়ামতের দিন তাকে সুখ-স্বাচ্ছন্দ্য দান করবেন। যে ব্যক্তি কোনো মুমিনের দোষ-ত্রুটি গোপন রাখবে, আল্লাহ তাআলা দুনিয়া ও আখেরাতে তার দোষ-ত্রুটি গোপন রাখবেন। (সহিহ মুসলিম: ২৬৯৯)

তাই আল্লাহর রহমত ও সাহায্য পেতে দুনিয়ার মানুষের প্রতি দয়া করুন, বিপদে-আপদে এগিয়ে যান, সামর্থ্য অনুযায়ী সাহায্য করুন, দোষ-ত্রুটি গোপন করুন। এটা দুনিয়া ও আখেরাতে আল্লাহর সন্তুষ্টি, সাহায্য ও রহমত লাভ করার একটি উত্তম উপায়।