দিনে প্রচণ্ড গরম রাতে ঠান্ডা পাবনায় সর্দি-কাশি জ্বরের প্রকোপ

দিনে প্রচণ্ড গরম রাতে ঠান্ডা পাবনায় সর্দি-কাশি জ্বরের প্রকোপ

ফাইল ছবি।

পাবনায় গরম-ঠাণ্ডায় বিভিন্ন রোগ বৃদ্ধি হচ্ছে। দিনে প্রচণ্ড গরম আর বৃষ্টি হলে রাতে ঠাণ্ডা। এছাড়া স্বাভাবিক তাপমাত্রার এ তারতম্যের সঙ্গে মানিয়ে নিতে পারছে না শরীর। তাতেই গড়বড় করছে রোগ-প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি। সেই ফাঁকে হামলা চালাচ্ছে ভাইরাস ও ব্যাকটেরিয়া। এর ফলে পাবনায় ঘরে ঘরে মানুষজন সর্দি-কাশি-জ্বরে আক্রান্ত হচ্ছেন। আবার অনেকে মাথার ব্যাথার কথাও বলছেন। 

অনেকে করোনা ভাইরাসের উপসর্গ মনে করে পরীক্ষা করলেও করোনা ধরা পড়ছে না। তবে চিকিৎসকরা বলছেন, এ ধরণের উপসর্গ সাধারণত সেজনাল ডিজিস। প্রতি বছর এ ঋতুতে সাধারণত: জ্বর-কাশি হয়ে থাকে।  এতে চিন্তার কোন কারণ নেই। 

বৃহস্পতিবার (১ অক্টোবর) পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে এসব ধরণের রোগীর আধিক্ষ পরিলক্ষিত হয়। হাসপাতাল সূত্র জানায়,  প্রতিদিন সর্দি-কাশি আক্রান্ত শিশু থেকে বয়স্ক নারি-পুরুষ এবং মাথা ব্যাথার রোগী চিকিৎসা নিতে ভীড় করছেন। 

জেলার অন্যান্য স্বাস্থ্য কমপ্লেক্সেও এ ধরণের রোগীর ভীড় হচ্ছে বলে স্থানীয় গণমাধ্যম কর্মীরা জানিয়েছেন।