বঙ্গবন্ধু সেতুতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ আহত ১০

বঙ্গবন্ধু সেতুতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ আহত ১০

প্রতিকী ছবি

বঙ্গবন্ধু সেতুতে ঢাকাগামী ট্রাকের পেছনে বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত দশজন।শনিবার (৭ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে সেতুর ১৩ নম্বর পিলারের কাছে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাসের মালিক সিরাজগঞ্জ পৌরসভার ধানবান্ধি মহল্লার রহিজ উদ্দিন, তার ছেলে শাহরিয়ার শিপু ও সিরাজগঞ্জ সদর উপজেলার বনবাড়িয়া গ্রামের সুশান্ত কুমার সাহার ছেলে চন্দ্র শেখর।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুর কবির গণমাধ্যমকে জানান, সিরাজগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া ঢাকা এক্সপ্রেস পরিবহনের যাত্রীবাহী বাসটি সামনে থাকা পাথরবোঝাই ট্রাকটিকে ওভারটেক করার সময় এর পেছনে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই বাসের তিন যাত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় প্রায় এক ঘণ্টা সেতুতে যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ গিয়ে দুর্ঘটনা কবলিত যানবাহন সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

তিনি আরও জানান, মরদেহ তিনটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।