এবি পার্টি ছাড়লেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক

এবি পার্টি ছাড়লেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক

ব্যারিস্টার আব্দুর রাজ্জাক

আমার বাংলাদেশ (এবি) পার্টির প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক।

শনিবার (৭ সেপ্টেম্বর) লন্ডন থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এই তথ্য জানান।

বার্তায় ব্যারিস্টার আব্দুর রাজ্জাক বলেন, ‘এবি পার্টির সঙ্গে কিছু ক্ষেত্রে মতপার্থক্য তৈরি হয়েছে। এজন্য আমি আর দলটির প্রধান উপদেষ্টা নই।’

ব্যারিস্টার আব্দুর রাজ্জাক জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ছিলেন। মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত দলটির শীর্ষ নেতাদের প্রধান আইনজীবীও ছিলেন। তবে দলটির সঙ্গে কিছু ক্ষেত্রে মতবিরোধী দেখা দেওয়ায় তিনি ২০১৯ সালে নবগঠিত এবি পার্টির প্রধান উপদেষ্টা হিসেবে যোগ দেন।

ব্যারিস্টার আব্দুর রাজ্জাক দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে অবস্থান করছেন। সূত্র জানিয়েছে, বর্তমানে তিনি সেখানকার একটি হাসপাতালে চিকিৎসাধীন। গত ৩০ আগস্ট তার অস্ত্রোপচার হয়েছে।

এবি পার্টি ছাড়লেও ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের রাজনীতির নতুন গন্তব্য সম্পর্কে কিছু জানা যায়নি।