দলীয় নির্দেশনার বিষয়ে যাচাই করার অনুরোধ আওয়ামী লীগের

দলীয় নির্দেশনার বিষয়ে যাচাই করার অনুরোধ আওয়ামী লীগের

ফাইল ছবি

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতা হারানো আওয়ামী লীগের নামে সামাজিক যোগাযোগামাধ্যমে নানা তথ্য প্রায়ই ভেসে বেড়ায়। দলীয় বিষয়ে কোনো তথ্য পেলে দলটির সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে যাচাই করার অনুরোধ জানিয়েছে আওয়ামী লীগ।

শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেইজে এক পোস্টের মাধ্যমে এই অনুরোধ জানানো হয়।

পোস্টে বলা হয়, আওয়ামী লীগের ফেসবুক পেইজ, টেলিগ্রাম চ্যানেল, টুইটার (এক্স), ইউটিউব চ্যানেল এর বাইরে অন্য কোনো সামাজিক মাধ্যমের পেইজ বা মিডিয়া থেকেও যেকোনো দলীয় আপডেট এলে তা অবশ্যই আওয়ামী লীগের যোগাযোগ মাধ্যম থেকে যাচাই করার জন্য সবাইকে বিনীত অনুরোধ করছি।

এক্ষেত্রে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থক এবং সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে পোস্টে।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় সাড়ে ১৫ বছর ধরে ক্ষমতা ধরে রাখা আওয়ামী লীগ। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দলটির প্রধান শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। দলের নেতারা প্রায় সবাই আত্মগোপনে রয়েছেন। আবার কেউ কেউ দেশ ছেড়ে চলেও গেছেন। এই অবস্থায় আওয়ামী লীগের নামে বিভিন্ন তথ্য প্রায়ই ছড়ানো হচ্ছে।