যশোরে ভিটামিন ‍‍‍‍‘এ’প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন

যশোরে ভিটামিন ‍‍‍‍‘এ’প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন

যশোরে ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধনী অনুষ্ঠান

যশোরে ভিটামিন‘এ’প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন করা হয়েছে।আজ রোববার  সকালে উপশহর শিশু হাসপাতালে জাতীয় পুষ্টি সেবা,জনসংখ্যা পুষ্টি প্রতিষ্ঠান,স্বাস্থ্য অধিদপ্তর , স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রলনালয়ের বাস্তবায়নে এ ক্যাম্পেইন উদ্বোধন করা হয়। 

যশোর উপশহরের শিশু হাসপাতালে জেলা সিভিল সার্জন অফিসের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর জেলা সিভিল সার্জন ডাঃ আবু শাহীন।  উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর ২৫০শ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্তাবধায়ক ডাঃ দিলীপ কুমার রায়,অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ার।

এবারে জেলায় ৬-১১ মাস বয়সী শিশুর লক্ষ্যমাত্রা ৩৭ হাজার ৩৫ এবং ১২-৫৯ মাস বয়সী শিশুর লক্ষ্যমাত্রা ২ লক্ষ ৮৩ হাজার ৭০২। ক্যাম্পেইন আজ থেকে শুরু হয়ে চলবে ১৭ তারিখ পর্যন্ত ,প্রতিদিন সকাল ৮ বিকাল ৪ টা পর্যন্ত।