ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে দুই পুলিশ সদস্য গ্রেফতার

ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে দুই পুলিশ সদস্য গ্রেফতার

প্রতিকী ছবি

সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ পুলিশের বিরুদ্ধে অপ্রচার করে সুনাম ক্ষুণ্ণ করার অভিযোগে পুলিশের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আরও অভিযোগ, বিগত সরকারের আজ্ঞাবহ কর্মকর্তাদের ইন্ধনে পুলিশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিলেন তারা। গ্রেফতারকৃতরা হলেন— নায়েক সজিব সরকার ও কনস্টেবল শোয়াইবুর রহমান।

সোমবার (১৬ সেপ্টেম্বরে) রাতে পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

পুলিশ সদর দফতর জানিয়েছে, তারা ফেসবুকে পারস্পরিক যোগসাজশে বিভিন্ন শ্রেণি ও সম্প্রদায়ের মধ্যে শত্রুতা ও ঘৃণা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টসহ জনসাধারণের প্রতি সেবাদান বাধাগ্রস্ত করতে উস্কানিমূলক মন্তব্য ও বিদ্বেষ ছড়ানোর মাধ্যমে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে আসছিলেন। এই অভিযোগে সম্প্রতি শাহজাহানপুর থানায় সাইবার নিরাপত্তা আইনে একটি মামলা হয়। সেই মামলার এজাহারভুক্ত আসামি তারা।

পুলিশ সদর দফতর থেকে আরও জানিয়েছে, কনস্টেবল শোয়াইবুর রহমানসহ আরও কিছু পুলিশ সদস্য বিগত সরকারের আজ্ঞাবহ কর্মকর্তাদের ইন্ধনে পুলিশ বাহিনীর মধ্যে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল।