আফগান গভর্নরের গাড়ি বহরে বোমা হামলা, নিহত ৮

আফগান গভর্নরের গাড়ি বহরে বোমা হামলা, নিহত ৮

ছবি: সংগৃহীত

আফগানিস্তানের লাগমন প্রদেশের গভর্নরের গাড়ি বহরকে লক্ষ্য করে আত্মঘাতি বোমা হামলায় কমপক্ষে আটজন নিহত হয়েছেন। তবে গভর্নর রহমতউল্লাহ ইয়ারমাল বেঁচে আছেন। তিনি আহত হয়েছেন। নিহতদের মধ্যে তার চার দেহরক্ষী রয়েছেন। এ ঘটনায় কমপক্ষে আরো ৩০ জন আহত হয়েছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারেক আরিয়ান বলেন, নিহতদের মধ্যে ইয়ারমালের চার দেহরক্ষী রয়েছেন। আহতদের মধ্যে দুই দেহরক্ষী ও ২৮ জন বেসামরিক নাগরিক রয়েছেন।

এখনো পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি। তবে দেশটিতে তালেবান ও আইএস এখনো সক্রিয় রয়েছে।

এ ঘটনাটি ঘটলো যখন আফগানিস্তানের প্রেসিডেন্ট মোহাম্মদ আশরাফ ঘানি কাতারের সাথে বৈঠকের উদ্দ্যেশ্যে দোহায় রয়েছেন।

প্রেসিডেন্টের উপ-মুখপাত্র দাওয়া খান মীনাপাল বলেন, প্রেসিডেন্ট ঘানি সেখানে আফগান সরকারি প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ করবেন, যারা কিনা এ মুহূর্তে তালেবানের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে। আল-জাজিরা