ইউক্রেনের হামলায় ৫৬ রাশিয়ান নিহত

ইউক্রেনের হামলায় ৫৬ রাশিয়ান নিহত

ফাইল ছবি।

ইউক্রেনের আক্রমণে রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় কুরস্ক অঞ্চলে অন্তত ৫৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। সাত সপ্তাহ ধরে চলা এই আক্রমণে ২৬৬ জন আহত হয়েছেন বলে আজ সোমবার জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

এর আগে গত ৫ সেপ্টেম্বর পর্যন্ত মৃতের সংখ্যা ৩১ জন বলে জানিয়েছিল রাশিয়া। নতুন সংখ্যায় ২০ সেপ্টেম্বর পর্যন্ত আক্রমণের পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে।

গত ৬ আগস্ট সীমান্ত অতিক্রম করে রাশিয়ার অভ্যন্তরে হামলা শুরু করে ইউক্রেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটিই রাশিয়ার ভেতরে সবচেয়ে বড় বিদেশি হামলা। এখনো ইউক্রেনীয় বাহিনী কুরস্ক অঞ্চলে অবস্থান করছে।

রুশ মন্ত্রণালয় জানিয়েছে, কুরস্ক অঞ্চলের সবচেয়ে বিপজ্জনক এলাকা থেকে ১ লাখ ৩১ হাজার বেসামরিক মানুষ পালিয়ে গেছেন।তবে ইউক্রেনীয় বাহিনী কিছু বেসামরিক মানুষকে তাদের ইচ্ছার বিরুদ্ধে আটকে রেখেছে।  

এদিকে রয়টার্সের প্রশ্নের জবাবে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিওরহি তিখি বলেছেন, ইউক্রেন আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলে এবং বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করে না।