ইসরায়েলে ৫০টি রকেট ছুড়েছে হিজবুল্লাহ

ইসরায়েলে ৫০টি রকেট ছুড়েছে হিজবুল্লাহ

সংগৃহীত

ইসরায়েল বলছে, লেবানন থেকে ৫০টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, আজ সকালে লেবানন থেকে উত্তর ইসরায়েলে ৫০টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, "অধিকাংশ ক্ষেপণাস্ত্র আটকে দেয়া হয়েছে।" প্রায় পাঁচটি প্রজেক্টাইল মধ্য ইসরায়েলের হাআমাকিম এলাকাকে লক্ষ্য করে ছোড়া হয়।

তবে হিজবুল্লাহর রকেট হামলায় ইসরায়েলে কোন হাতহতের খবর পাওয়া যায়নি।

আজকেও লেবাননের  বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর কথা জানিয়েছে হিজবুল্লাহ। 

এর আগে সোমবার লেবাননের বিভিন্ন এলাকায় হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। সোমবার চালানো হামলায় প্রায় ৫০০ মানুষ নিহত হয়েছে। আহতের সংখ্যাও দুই হাজার ছুঁইছুঁই। এই হামলার প্রতিবাদে ইসরায়েলেও রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ।