মাছ ধরার নৌকায় ডাকাতির প্রস্তুতিকালে আটক ৬

মাছ ধরার নৌকায় ডাকাতির প্রস্তুতিকালে আটক ৬

ছবিঃ সংগৃহীত।

কর্ণফুলী নদীতে নোঙর করা বিভিন্ন লাইটার জাহাজ ও মাছ ধরার নৌকায় ডাকাতিতে জড়িত চক্রের ছয় সদস্যকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় তাদের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র, এক রাউন্ড গুলি ও বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) চট্টগ্রাম কোস্টগার্ড সদর দফতরের আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে লেফটেন্যান্ট কমান্ডার আবরার হাসান এ তথ্য জানান।

এর আগে, বুধবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে নগরীর পতেঙ্গার চরপাড়া ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটকরা হলেন রুবেল (৩২), জাহিদ (২৫), সোহেল (২৫), মনিরউদ্দিন (২৩), তৌহিদুল ইসলাম আকাশ (২২) ও ফারুক (২২)।

কোস্টগার্ড সূত্র জানায়, নোঙর করা লাইটার জাহাজ ও মাছ ধরার নৌকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল আটকরা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পেরে অভিযান পরিচালনা করে চক্রের ৬ জনকে আটক করা হয়েছে। এ সময় সমুদ্রসৈকতে কংক্রিটের ব্লকের মধ্যে পলিথিনে মোড়ানো দুটি আগ্নেয়াস্ত্র, এক রাউন্ড গুলি ও বেশ কিছু দেশীয় অস্ত্র জব্দ করা হয়। আটক ডাকাত সদস্যরা দীর্ঘদিন ধরে নোঙর করা বিভিন্ন লাইটার ও মাছ ধরার নৌকায় ডাকাতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।