ভাঙ্গায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষ, নিহত ২

ভাঙ্গায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষ, নিহত ২

সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় দ্রুত গতির দুইটি ট্রাক ও একটি অটোরিকশার মধ্যে ত্রিমুখী সংঘর্ষে দু’জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। এরমধ্যে গুরুতর আহত তিনজনকে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় ঢাকায়।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে ঢাকা-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের চুমুরদী বাসস্ট্যান্ডে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর।

নিহতদের একজন উপজেলার চুমুরদী ইউনিয়নের চুমুরদী গ্রামের ইমান আলীর ছেলে কবির মাতুব্বর ওরফে কহী (৪৮)। অপরজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।

গুরুতর আহতরা হলেন— মাইনুদ্দিন, রিয়াজ ও মহিদুল। তাদেরকে ঢাকায় পাঠানো হয়েছে। অন্যান্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা থেকে বরিশালগামী একটি ট্রাক প্রথমে ভাঙ্গা থেকে চুমুরদী বাসস্ট্যান্ডমুখি একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে মহাসড়কে ছিটকে পড়ে। তৎক্ষণাৎ অপরদিক থেকে আসা আরও একটি দ্রুত গতির ট্রাকের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়।

হাইওয়ে থানার ওসি খাইরুল আনাম জানান, একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে পরে হাসপাতালে আরেকজন মারা গেছে বলে শুনেছি। গুরুতর আহত তিনজনকে ভাঙ্গা হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এ বিষয়ে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।