সারাদেশে 'রিমেম্বারিং জুলাই’ প্রতিযোগিতা শুরু

সারাদেশে 'রিমেম্বারিং জুলাই’ প্রতিযোগিতা শুরু

সংগৃহীত

জুলাই বিপ্লবকে কেন্দ্র করে শিক্ষার্থীদের ইতিহাস পুনর্পাঠে আগ্রহী করা ও তরুণ প্রজন্মের মাঝে জুলাইয়ের স্মৃতিকে অবিকৃত রাখার উদ্দেশ্যকে সামনে রেখে সারাদেশে 'রিমেম্বারিং জুলাই ২৪' শীর্ষক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

'রিফ্রেইমিং বাংলাদেশ'-এর উদ্যোগে সোমবার (৩০ সেপ্টেম্বর) থেকে শুরু হয়ে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত মোট পাঁচটি ক্যাটাগরিতে শিক্ষার্থী ও অন্যান্য শ্রেণি পেশার মানুষ এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।

বিকেল সাড়ে ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্রতিযোগিতা আয়োজনের কথা বলা হয়।

প্রতিযোগীদের লেখা, প্রবন্ধ, শর্টফিল্ম 'রিফ্রেইমিং বাংলাদেশ'-এর নিজস্ব ফেসবুক পেজে দেওয়া লিংকে জমা দিতে হবে। প্রতিযোগিতায় বিজয়ীদের সর্বোচ্চ এক লাখ টাকা পুরস্কার, সনদ ও বিভিন্ন উপহারসামগ্রী প্রদান করা হবে।

প্রতিযোগিতা তিনটি বিভাগে অনুষ্ঠিত হবে। প্রথম শ্রেণি থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা 'ক' বিভাগ, অষ্টম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত 'খ' বিভাগ: স্নাতক থেকে যেকোনো বয়স ও পেশার অংশগ্রহণকারীরা জন্য 'গ' বিভাগে প্রতিযোগিতায় অংশ নেবেন।