মধ্য ইসরায়েলে হামলার দাবি হুথিদের
ছবিঃ সংগৃহীত।
গাজা যুদ্ধের প্রথম বার্ষিকীতে মধ্য ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছেন ইয়েমেনের হুথিরা। সোমবার (৭ অক্টোবর) গোষ্ঠীটি বলেছে, তারা জাফা শহরে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে একটি ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি করেছে ইসরায়েল। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, মধ্য ইসরায়েলের আকাশে একটি সারফেস টু সারফেস ক্ষেপণাস্ত্র শনাক্তের পর বিমান হামলার সাইরেন বেজে ওঠে। বাসিন্দারা নিরাপদ আশ্রয়ে ছুটে যান।
এক বিবৃতিতে ইসরায়েলি বিমান বাহিনী বলেছে, ‘মধ্য ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় সাইরেন বাজার পর, ইয়েমেন থেকে ছোঁড়া সারফেস টু সারফেস ক্ষেপণাস্ত্রটি সফলভাবে প্রতিহত করা হয়েছে।’
বিবৃতিতে ক্ষেপণাস্ত্রটি কারা নিক্ষেপ করেছে তা বলা হয়নি।
হুথিরা বলেছে, তাদের ছোঁড়া ক্ষেপণাস্ত্রের একটি ছিল প্যালেস্টাইন ২ এবং সেটি তার লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে। গোষ্ঠীটি আরও জানায়, দ্বিতীয়টি একটি ধু আল-ফিকার ক্ষেপণাস্ত্র ছিল। তবে এটির ফলাফল নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
ইয়েমেনি এই গোষ্ঠীটি বলেছে, অভিযানে ‘সফলভাবে উদ্দেশ্যগুলো অর্জন করেছে’ এবং তারা জাফা ও ইলাতে বেশ কয়েকটি ড্রোনকে লক্ষ্যবস্তু করেছে।
ড্রোন বা দ্বিতীয় ক্ষেপণাস্ত্রের কথা উল্লেখ না করে ইসরায়েল শুধু সারফেস টু সারফেস ক্ষেপণাস্ত্রের কথা জানিয়েছে।
ইরান-সমর্থিত হুথি আন্দোলন উত্তর ইয়েমেনের নিয়ন্ত্রণ করে। গাজার ফিলিস্তিনিদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে গত বছর থেকে প্রায়ই ইসরায়েলে আক্রমণ করে আসছে তারা।