নিখোঁজের ৩ দিন পর বাসচালকের মরদেহ উদ্ধার

নিখোঁজের ৩ দিন পর বাসচালকের মরদেহ উদ্ধার

ছবি : প্রতীকি

গাজীপুরে নিখোঁজের তিনদিন পর তারেক হোসেন (৩০) নামে এক বাসচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (৮ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে জয়দেবপুর বাস টার্মিনালের পরিত্যক্ত প্লট থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। নিহত তারেক ফরিদপুরের মৃত আবুল কাশেমের ছেলে।

তিনি ঢাকা-গাজীপুর রুটের বলাকা পরিবহন সার্ভিসের বাসের চালক ছিলেন।স্থানীয়রা জানান, গাজীপুর শহরের মুন্সিপাড়া এলাকার সায়েদ আলীর বাড়িতে ভাড়া থেকে বাস চালাতেন তারেক। গত শনিবার সকালে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। নিখোঁজের তিন দিন পর মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে জয়দেবপুর বাস টার্মিনালের পাশে সীমানা প্রাচীর বেষ্টিত জনৈক নুরুল ইসলামের পরিত্যক্ত প্লট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. রাহেনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ রাত সাড়ে ৮টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পূর্বশত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে