শাবিপ্রবির সাবেক শিক্ষার্থী আইরিনের মর্মান্তিক মৃত্যু
ছবি: সংগৃহীত
বাস চাপায় পিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক প্রাক্তন শিক্ষার্থীর তাসনিম জাহান আইরিন। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ সেশনের ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি বরগুনা জেলায়।
বুধবার (৯অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. খাইরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। সকাল ৯টায় ঢাকা প্রগতি সরণির ফুজি ট্রেড সেন্টারের সামনে আউটগোয়িংয়ে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে এ ছাত্রী মারা যান বলে জানান তিনি।
অধ্যাপক ড. খাইরুল বলেন, ‘নিহত শিক্ষার্থীর নাম তাসনিম জাহান আইরিন। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯শিক্ষাবর্ষের ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী ছিলেন। সম্প্রতি সে বিশ্ববিদ্যালয় থেকে অনার্স শেষ করেছেন। পরবর্তীতে মাস্টার্স শেষ না করেই চাকরি জীবনে প্রবেশ করে। আমরা ব্যবসায় প্রশাসন বিভাগ তার রুহের মাগফিরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’
জানা যায়, নিহত শিক্ষার্থী ঢাকায় নেক্সট ভেনচার কোম্পানিতে কর্মরত ছিলেন।
এদিকে ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ঢাকার গুলশান ট্র্যাফিক বিভাগ জানান, বাড্ডা ট্র্যাফিক জোনের অধীন ফুজি ট্রেড সেন্টারের সামনে আউটগোয়িংয়ে আকাশ পরিবহণ বাসের চাকার নিচে পিষ্ট হয়ে নেক্সট ভেনচার কোম্পানির একজন নারী কর্মী ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। বাসটি জব্দ করা হয়েছে।